বস্ত্রদান কর্মসূচীকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
আমার কথা, পান্ডবেশ্বর, ২১ জানুয়ারি:
পান্ডবেশ্বরে দু:স্থদের বস্ত্রদানের একটি অনুষ্ঠানকে ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে। পান্ডবেশ্বরের ঝাঁঝরা গ্রামে এই বস্ত্রদান অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী, যদিও এই কর্মসূচীকে দলীয় কর্মসূচী নয় বলে সাফ জানিয়ে দেন পান্ডবেশ্বর বিধানসভার বিজেপির কনভেনর রূপক পাঁজা।
রবিবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রামে বিজেপি দলের পক্ষ থেকে একটি বস্ত্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এদিন এলাকার শতাধিক দুঃস্থ মহিলার হাতে দলের পক্ষ থেকে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়। বস্ত্র গুলি মহিলাদের হাতে তুলে দেন জিতেন বাবু। অনুষ্ঠান শেষে ওই গ্রামেরই এক আদিবাসী মহিলা মনি মুর্মূর বাড়িতে দুপুরের আহার সারেন জিতেন তিওয়ারি।
এদিকে ঝাঁঝরা গ্রামে এই বস্ত্রদান কর্মসূচি নিয়ে তৈরি হল বিতর্ক। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপির কনভেনার রূপক পাঁজা বলেন এদিন ঝাঁঝরা গ্রামে বিজেপির কোন দলীয় কর্মসূচি ছিল না। কেউ ব্যক্তিগতভাবে এলাকায় এসে বস্ত্র দান করেছেন। এর সাথে বিজেপি দলের কোনো যোগ নেই বলে দাবি করেন রূপক বাবু।