“বিজেপির নবান্ন অভিযান আসলে গিমিক”- আসানসোলে বেচারাম মান্না
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৩ সেপ্টেম্বরঃ
আসানসোলে এসে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি কে গিমিক বলে কটাক্ষ করলেন মন্ত্রী বেচারাম মান্না
কল্যানেশ্বরী মন্দিরে পূজো দিলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার আসানসোলে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি । মঙ্গলবার সকালে অনুষ্ঠান শুরুর আগে কুলটির মাইথানে অবস্থিত কল্যানেশ্বরী মন্দিরে পূজা দেন মন্ত্রী বেচারাম মান্না। এদিন পূজো দেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, বিজেপির নবান্ন অভিযান কে গিমিক বলে উল্লেখ করেন তিনি। মন্ত্রী বেচারাম মান্না বলেন অভিযান ব্যর্থ হবে এই সকল গিমিক দিয়ে কোন কাজ হবে না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। পাশাপাশি তিনি এও বলেন আসানসোলে এলে মায়ের কাছে প্রণাম জানাতে একবার আসতেই হয় মন্দিরে।