জামুড়িয়ায় বিস্ফোরন, রাজনৈতিক তরজা
আমার কথা, জামুড়িয়া, ১৮ এপ্রিলঃ
রামনবমীর দিনেই সন্ধ্যেবেলা একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরনে উড়ে গেল বারির একাংশ। ঘটনায় লাগলো রাজনৈতিক রঙ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যা বাড়িতে এই বিস্ফোরনের ঘটনা ঘটেছে সে একজন সক্রিয় বিজেপি কর্মী। সন্ত্রাস ছড়াতে নির্বাচনের আগের মুহূর্তে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। অপরদিকে বিজেপির পখ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বুধবার অর্থাৎ রামনবমীর দিন সন্ধ্যায় জামুড়িয়ার ২নং ব্লকের বাগদিহা সিদ্ধপুর এলাকায় কাজল গড়াই নামে এক ব্যাক্তির বারিতে আচমকাই বিস্ফোরণ হয়। ঘটনার পর থেকেই কাজল গড়াই ও তাঁর পরিবার নিখোঁজ।
তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কাজল গড়াই নামে বিজেপি নেতার বাড়িতে বোমা মুজুত রাখাহয়েছিল। রামনবমীর দিন অশান্তি ষড়যন্ত্র করার পরিকল্পনা ছিলো। ঘটনার সঠিক তদন্তের দাবি করেন সাথে বিষয়টি নির্বাচন কমিশন কেউ ঘটনার বিষয় জানানো হয়েছে বলেন। খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়। ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বিষয়টি নিয়ে বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন তৃণমুল বুঝে গেছে লোকসভা নির্বাচনে তারা হারতে চলেছে। তাই এলাকা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ করতে চাইছে, যাতে ভোটাররা ভীত সন্ত্রস্ত বিভ্রান্ত হোক, যাতে মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করা যায়। কারণ এস এস আলুওয়ালিয়া বিজেপি প্রাথী হওয়ার পর তাঁদের ভয়ের সঞ্চার হতে শুরু করে দিয়েছে। কারণ তাঁদের প্রাথী মার্কেটে নেই, তাঁদের প্রাথীর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ছে । তাই তারা সন্ত্রাসকে অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন ঘটনার নিরপেক্ষ সিবিআই তদন্তের দাবি করেন এবং দোষীদের শাস্তির দাবি করেন। তবে লোকসভা নির্বাচনের আগে এই বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।