জিতেন্দ্র তিওয়ারী এলাকায় এলে ঠ্যাং ভেঙ্গে দেওয়ার হুঁশিয়ারী পান্ডবেশ্বরের ব্লক সভাপতির

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯ডিসেম্বরঃ
দলে এখন বেসুরো এলাকার তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি তে যেতে পারেন বলেও জল্পনা। গত পরশু বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা শুভেন্দু অধিকারীর সাথে গোপন বৈঠক ও করেন তিনি। এর পর গতকাল তিনি জেলা সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। এই ঘটনায় পাণ্ডবেশ্বর এলাকা জুড়ে দলের মধ্যে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ, যার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায় বৃহস্পতিবার বিকেলে। গতকাল বিকালে হরিপুর কোলিয়ারি চত্বরে থাকা বিধায়ক দপ্তরটি দখল নেয় দলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামীরা। আজ শুক্রবার দলের তরফে এলাকায় নরেন চক্রবর্তীর নেতৃত্বে বের হয় বিশাল মিছিল।
এদিন দুপুর তিনটে নাগাদ স্থানীয় ডিভিসি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় পাণ্ডবেশ্বর রেলওয়ে স্টেশন এলাকায়। এ দিনের মিছিলে প্রায় দশ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলে দলের তরফে দাবি করা হয়। এতদিন এলাকায় যারা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি অনুগামী হিসেবে পরিচিত ছিলেন এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন তারাও। মিছিল শেষে স্টেশন চত্বরে একটি সভা হয়। সেখানে বক্তৃতায় নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, জিতেন বেইমান, বিশ্বাসঘাতক, মীরজাফর। দলকে পিছন থেকে ছুরি মেরেছে। বেইমানদের জায়গা তৃণমূলে নয়। বিজেপির হয়ে জিতেন তেওয়ারি যদি কখনো পান্ডবেশ্বরে আসেন তাহলে তার পা ভেঙ্গে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেন নরেন্দ্রনাথ বাবু। মিছিল শেষে দিন জিতেন্দ্র তেওয়ারির কুশপুতুল ও পোড়ানো হয় দলের তরফে।