সংস্থার উদ্যোগে রক্তদান শিবির
আমার কথা, উখড়া, ২৬ ডিসেম্বর:
টাফেন্ড গ্লাস ও এসিপি উৎপাদনকারী একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। মঙ্গলবার শিবিরটি হয় খান্দরা কলেজ সংলগ্ন সংস্থার নতুন ফ্যাক্টরি চত্বরে। শিবিরে রক্তদান করেন ৩০ জন। সংগৃহীত রক্ত দেওয়া হয় দুর্গাপুর মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। সংস্থার কর্ণধার নরেশ শর্মা জানান সংস্থার পক্ষ থেকে প্রতিবছরই স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির আয়োজন করা হয়। মুমূর্ষ রোগীদের রক্তের প্রয়োজন হয়। প্রয়োজনে রক্ত পেতে যাতে তাদের কোন অসুবিধা না হয় সে কথা ভেবেই সংস্থার পক্ষ থেকে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।