“উৎসর্গ” প্রকল্পে পান্ডবেশ্বর থানার রক্তদান শিবির
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৫মেঃ
রাজ্য সরকারের “উৎসর্গ” প্রকল্পের আওতায় পান্ডবেশ্বর থানার উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরটি থানার সামনে একটি বেসরকারী হলে আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে রক্ত দান করেন ৩২ পুলিশকর্মী সহ ৭২ জন। রক্তদান করেন খোদ এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দোলুই। সংগৃহীত রক্ত দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর এসিপি(অন্ডাল) ওমর আলী মোল্লা, সার্কেল ইন্সপেক্টর পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।