পার্বণের “রক্তদান” শিবির
আমার কথা, দুর্গাপুর, ২৯ ডিসেম্বর:
রক্তদান মহৎ দান, এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একটি জীবন, এই ভাবনাকে গুরুত্ব দিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের পার্বণ হোটেল এন্ড রেষ্টুরেন্টের পক্ষ থেকে। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগীতায় পার্বন সেলিব্রেশন হলে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। এ বছর পার্বণের এই কর্মসূচী তৃতীয় বছরে পদার্পণ করলো। একজন মহিলা সহ মোট ২৮ জন রক্তদান করেন এদিন। পার্বন এর কর্ণধার সুপ্রিয় গাঙ্গুলি রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। পার্বন হোটেল কর্মীরাও এদিন রক্তদানে এগিয়ে আসেন। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার স্বেচ্ছায় রক্তদান আন্দোলন সমিতির অরবিন্দ মাজি, মিতালি মজুমদার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইন্দ্রজিৎ মাজি,সমাজসেবী রঞ্জন ব্যানার্জি, ক্রীড়া সংগঠক মৃত্যুঞ্জয় ব্যানার্জি সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার থেকে রক্ত সংগ্রহ করা হয়।
শিবির শেষে আয়োজক সংগঠনের হাতে শংসাপত্র ও ব্লাড ডোনার্স ফোরাম এর শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।