“উৎসর্গ” প্রকল্পে দুর্গাপুরে পুলিশের স্বেচ্ছায় রক্তদান শিবির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০মেঃ
গরম পরতে না পরতে দেখা দিয়েছে রক্ত সঙ্কট আর তাই রক্তদান জীবন দান এই কথাটিকে স্মরণ করে রাজ্যে শুরু হয়েছে “উৎসর্গ প্রকল্প”। ৭ই দিসেম্বর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় অন্যতম প্রকল্প “উৎসর্গ” এর আওতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দুর্গাপুরও এর ব্যাতিক্রম নয়। তাই গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার উদ্যোগে পুলিশ কর্মী সহ ২৫ জন স্বেচ্ছায় রক্ত দান করে এই শিবিরে। দুর্গাপুরের ব্লাড ডনার্স ফোরাম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন এসিপি(পূর্ব) প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হালদার।