বলিউড সিনেমার শ্যুটিং হতে চলেছে দুর্গাপুরে

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৯ নভেম্বরঃ
সম্ভবতঃ দুর্গাপুরের ইতিহাসে ঘটতে চলেছে এমন ঘটনা যাকে ঘিরে টানটান উত্তেজনা শহরবাসীদের মধ্যে। এই শহরের এইচ এফ সি কলোনীতে বলিউডের হিন্দি ছবির শ্যূটিং শুরু করতে চলেছে ‘রায় কাপুর’ ফিল্মস। ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পটভূমি নিয়ে এই ছবি যার নাম রাখা হয়েছে’পিপ্পা’। অর্থাৎ একটি যুদ্ধ ট্যাংকার। এই ছবির নির্দেশনায় রয়েছেন বিখ্যাত পরিচালক রাজা কৃষন মেনন। ছবিতে মূখ্য চরিত্রে যারা অভিনয় করছেন তাঁরা হলেন ইশান খট্টর, প্রিয়াংশু পেইনিউলি, ম্রুণাল ঠাকুর।
প্রসঙ্গতঃ এই চলচিত্রটি যেহেতু যুদ্ধের উপরে তাই প্রচুর অস্ত্রের ব্যবহার রয়েছে এতে। সেই সমস্ত অস্ত্র আনা হয়েছে শ্যুটিং স্পটে। এছাড়াও আনা হয়েছে যুদ্ধের ট্যাংকার। পানাগড় সেনা ছাউনি থেকে আনা হয়েছে ট্যাংকারটি। সব ঠিক ঠাক থাকলে এই মাসের ১০ তারিখ থেকে শুরু হয়ে যাবে শ্যূটিং। আর তাই প্রতিদিনই প্রস্তুতি দেখতে শ্যুটিং স্পটে প্রচুর উৎসাহী মানুষ ভিড় জমাচ্ছেন।