ইসিএল কর্মীর বাড়িতে তাজা বোমা, পলাতক অভিযুক্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৩মেঃ
এক খনি কর্মীর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য । ঘটনাটি উখরা পুলিশ আউট পোষ্ট-এর তালবাগান এলাকার। অভিযুক্ত খনি কর্মীর নাম সঞ্জয় পাসোয়ান।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার সকালে অভিযুক্ত সঞ্জয় পাসওয়ান বাড়িতে খাবার খাচ্ছিলেন। সে সময় খাবার টেবিলে রাখা ছিল একটি তাজা বোমা। বিষয়টি এক প্রতিবেশীর নজরে আসে। তিনি উখরা পুলিশ আউটপোস্টে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। তবে পুলিশ আসার আগেই এলাকায় ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত সঞ্জয়। স্থানীয়রা জানান ইসিএল কর্মী হলেও সঞ্জয়ের বিরুদ্ধে দুষ্কৃতী মূলক কাজ কর্মের অভিযোগ রয়েছে। এলাকায় বোমাবাজি এমনকি একটি এটিএম ভাঙচুরের ঘটনায় সে অভিযুক্ত। ভয়ের কারণে এতদিন তার বিরুদ্ধে এলাকায় কেউ কিছু বলার সাহস পায়নি। কি কারনে ঘরে বোমা মজুদ রাখা হয়েছিল, এর সাথে কোন রাজনৈতিক যোগ আছে কিনা সেই বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।