গলসীতে নির্মিয়মান বাড়ির ভিতে বোমা বিস্ফোরন, আতঙ্ক
আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ৬এপ্রিলঃ
পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের রায়পুর এলাকায় বোমা ফেটে ভেঙে গেল একটি বাড়ির দেওয়াল।
মঙ্গলবার সকালে গ্রামের একটি ফাঁকা জায়গায় নির্মীয়মাণ বাড়ির বালির মধ্যে থেকে বোমা ফাটার শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। তার পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকার মানুষ দেখেন বোমা ফেটে নির্মীয়মান ওই বাড়ির দেওয়ালটা ভেঙ্গে পড়ে। নির্মীয়মান বাড়িতে প্রতিদিন সকালবেলা থেকে শিশুদের খেলতে দেখা যেত এবং রাজমিস্ত্রিরা নির্মাণ কাজে ব্যস্ত থাকতেন। মঙ্গলবার ওই নির্মীয়মান বাড়িতে শিশুরা না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানায় স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে গলসী থানার বিশাল পুলিশবাহিনী। এর আগেও ওই এলাকায় বোমা ফাটাল ঘটনা ঘটেছিল। মঙ্গলবার এর বোমা ফাটার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।