দুর্গাপুরে টাউনশিপে ভর সন্ধ্যেবেলা বোমাবাজি
আমার কথা, দুর্গাপুর , ৩০ ডিসেম্বরঃ
ভর সন্ধ্যেবেলা দুর্গাপুরে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের চন্ডিদাস অ্যাভিনুয়ে বিজেপির ছাত্র সংগঠনের (এভিবিপি) এক সক্রিয় কর্মীর বাড়িতে এই বোমাবাজির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নিখিল রায় নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ওই কর্মীর জানান, আজ ঘটনার সময় তিনি তখন বাড়িতে ছিলেন না। তাঁকে তাঁর এক বন্ধু ফোন মারফত জানায় যে তাঁর বাড়িতে বোমা মারা হয়েছে। খবর পেয়েই তিনি সাথে সাথে বাড়ি গিয়ে দেখেন ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো বাড়ি। পরিবারের সকলেই আতঙ্কিত। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র, কাঁচের টুকরো। এই ঘটনায় এবিভিপির ওই কর্মী নিখিল রায় অভিযোগ তুলছেন তৃণমূলের দিকে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে বি-জোন ফাঁড়ি ও দুর্গাপুর থানার পুলিশ পৌঁছোয় নিখিল রায়ের বাড়িতে। যান এসিপি(দুর্গাপুর) তথাগত পান্ডেও। পুরো ঘটনাস্থল ঘুরে খতিয়ে দেখে পুলিশ।