কাঁকসায় আরএসএস কর্মীর বাড়িতে বোমাবাজি
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৮জানুয়ারীঃ
বোমাবাজির ঘটনায় রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল কাঁকসা থানার অন্তর্গত সুভাষপল্লী এলাকা। ঘটনার পেছনে শাসকদলের হাত রয়েছে। অপরদিকে তৃণমূলের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
ওই এলাকার বাসিন্দা চন্দন সরকার যিনি এলাকায় একজন আর এস এস কর্মী বলে পরিচিত তাঁর বাড়িতে গতকাল রাতে আচমকাই বিকট আওয়াজ হয়। পর পর বেশ কয়েকবার আওয়াজ হয়। পরিবারের লোকজন বুঝতে পারে বোমা পড়েছে বাড়িতে। ভেঙ্গে যায় ঘরের জানলার কাজ। যদিও বোমার ঘায়ে কোনো হতাহতের খবর নেই।
চন্দন সরকারের স্ত্রী পূর্ণিমা সরকার বলেন, “আমার স্বামী রাম মন্দির নির্মানের জন্য এলাকায় ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছে। এটাই হয়ত আমার স্বামীর অপরাধ। সেই কারনেই হয়ত এই বোমাবাজি হয়েছে।”
এদিকে খবর পেয়েই চন্দনবাবুর বাড়িতে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ। ছুটে আসে বিজেপি কর্মীরা। ঘটনার প্রতিবাদে তাঁরা থানাও ঘেরাও করে। সাথে যে দুষ্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবিও জানান তাঁরা। সাথে তাঁরা এও হুঁশিয়ারি দেন যে প্রশাসনের তরফে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন তাঁরা।