নির্বাচনের প্রাক্কালে পান্ডবেশ্বরে তাজা বোমা উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৭মার্চঃ
ভোটের প্রাক্কালে তাজা বোমা উদ্ধার হওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো পান্ডবেশ্বরের দান্য গ্রাম এলাকায় । শুক্রবার রাত্রি ন’টা নাগাদ তাজা বোমা গুলি উদ্ধার হয় একটি মাঠ থেকে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত্রি নটা নাগাদ দান্য গ্রামের একটি ফাঁকা মাঠ থেকে ৬ টি তাজা বোমা উদ্ধার হয় । বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ এসে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায় । কে বা কারা কি উদ্দেশ্যে বোমা-গুলি মজুদ করেছিল তদন্ত শুরু করেছে পুলিশ । বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই পান্ডবেশ্বর এলাকায় শাসক-বিরোধী তরজা ও বোমা-গুলি উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে বাসিন্দাদের মধ্যে ।
উল্লেখ্য গত বছর ৭ই জুন ও চলতি বছরের ৫-ই জানুয়ারি বৈদ্যনাথপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি অজয় ধীবরে ও পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব ঘোষের বাড়ি লক্ষ করে বোমাবাজির ঘটনা ঘটে । কয়েকদিন আগে ও বোমাবাজি ও গুলির ঘটনা ঘটে দান্য গ্রামের বাসিন্দা তথা পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুনির মন্ডলের বাড়ি লক্ষ্য করে । বুধবার জামবাদের বেনেডি এলাকায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয় সরবন চৌধুরী নামে এক তৃণমূল সমর্থকের ।
ভোট যত এগিয়ে আসছে বারবার বোমাবাজি ও বোমা উদ্ধারের ঘটনায় ক্রমশ উত্তাপ ছড়াচ্ছে এলাকায় । এই কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট করানোটা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ।