অপেক্ষার অবসান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দুর্গাপুরে ফিরলেন তিন কন্যা
আমার কাথা-পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ মার্চঃ
অপেক্ষার অবসান! অবশেষে যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে নিজের বাড়িতে ফিরলেন দুর্গাপুর শহরের তিন কন্যা জিনাত আলম, নেহা খান এবং বিপাশা সাহু।
আর নিজের শহরে ফিরে পরিজনদের পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন ইউক্রেন ফেরত ছাত্রীরা। খুশি পরিবারও। নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সংবাদ মাধ্যমের কাছে।
কৃতজ্ঞতা প্রকাশ করলেন কেন্দ্র এবং রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টা কে। সাথে নিজেদের সহপাঠীদের নিরাপদে দেশে ফেরানোর জন্য আরজি রাখলেন সরকারের কাছে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া তিন কন্যা আজ দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নামলেন| দুর্গাপুরের তিন কন্যা নেহা খান , জিনাত আলাম , বিপাশা সাহু ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে ইউক্রেনে গিয়েছিলেন| রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্গাপুরে উদ্বেগে দিন কাটছিল এই তিন কন্যার পরিবারের। অবশেষে ভারত সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দুর্গাপুরের এই তিন কন্যাকে ফিরিয়ে আনা হলো বাড়ি।
আজ দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর এইটিন ডাক্তারি ছাত্রীকে দেশের মাটিতে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুই , পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী , দুর্গাপুর নগর নিগমের পুরমাতা ধৃতি জালান ব্যানার্জী, পৌর পিতা রমাপ্রসাদ হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই তিন ডাক্তারি ছাত্রীকে তাদের পরিবার সহ বাড়ি পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত করা হয়।