চলছে বর্ধমান পুরসভার ভোট, ছাপ্পা ভোটের অভিযোগ
আমার কথা, পূর্ব বর্ধমানে, ২৭ ফেব্রুয়ারীঃ
শুরু হয়েছে রাজ্যের ২০টি জেলার ১০৮টি পৌরসভায় নির্বাচন৷ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে আগেই৷ দাবি করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ৷ সেই দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও তার শেষ রক্ষা হয়নি৷ তবে নিশ্ছিদ্র নিরাপত্তায় ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন৷ মোতায়েন করা হয়েছে ৪৪ হাজার রাজ্য পুলিশ ৷
এদিকে বেলা বাড়ার সাথে সাথে পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসতে শুরু করেছে। যেমন বর্ধমানের ৩৪নং ওয়ার্ডে অভিযোগে সরব হয়েছে বিজেপি। ভোটকেন্দ্রে বহিরাগতরা ভীড় করছে এই অভিযোগে সরব হন বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীদের সাথে কথা কাটাকাটি ও বচসাও বেঁধে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বর্ধমান পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাশাপাশি এও অভিযোগ উঠছে, বর্ধমান পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ২২৩ নম্বর বুথে ভোটারদের নিয়ে গিয়ে ভোট দেওয়ানো হচ্ছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিপিএমের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছে।
অন্যদিকে ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম এজেন্ট সৌরভ সরকারের অভিযোগ তাঁকে বুথ থেকে বের করে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
বর্ধমানের ২৪নং ওয়ার্ডের ২২২নং বুথে ছাপ্পা ভোট দেওয়ার ছবি ধরা পরে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। অভিযোগের আঙ্গুল উঠছে শাসকদলের বিরুদ্ধে।