আদালত অবমাননার দায়ে গ্রেফতার ব্যবসায়ী, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার বাজি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০নভেম্বরঃ
চলতি বছর ব্যাতিক্রমী বছর। করোনা ভাইরাসের প্রকোপে এ বছর উৎসবের উপর রাখা হয়েছে প্রচুর বিধি নিষেধ। তাই এ বছর কালীপুজো ও দীপাবলির উৎসবে বাজি পোড়ানো বা বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। আদালতের এই নিষেধাজ্ঞা কেউ উপেক্ষা করছে কিনা তা খতিয়ে দেখতে আজ মঙ্গলবার কাঁকসা থানার পক্ষ থেকে আচমকাই অভিযান চালানো হয় পানাগড় বাজারে, আর এই অভিযানে এক বাজি ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সাথে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমানে আতস বাজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।