অবৈধ লটারীর টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী
আমার কথা, অন্ডাল, ৭ অক্টোবর:
অবৈধ লটারির টিকিট বিক্রি করার অভিযোগে মাধব মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ। শুক্রবার দুপুরে কাজোড়া মোড় সংলগ্ন সরিষাডাঙ্গা সব পোস্ট অফিস এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে ১০০০ টিকিট ও ২৩৫০ টাকা বাজেপ্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। আজ শনিবার ধৃতকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে সাত দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। অবৈধ টিকিট বিক্রির চক্রের সাথে আর কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য নাম করা বৈধ লটারি কোম্পানির টিকিটের আড়ালে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে অবৈধ লটারি টিকিটের কারবার চলছে বেশ দীর্ঘ দিন ধরে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এক আধিকারিক জানান অবৈধ লটারির টিকিট বিক্রির অভিযোগে বেশ কয়েক মাস আগে ধারাবাহিক অভিযান চালানো হয়েছিল।আসানসোল, জামুরিয়া, অন্ডাল থানার উখড়া, দুর্গাপুর-ফরিদপুর থানার গোগলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল একাধিক টিকিট বিক্রেতাকে। সাম্প্রতিক কালে দুর্গাপুরেও বেশ কয়েকজন অবৈধ লটারি (খুঁটি) কারবারি গ্রেফতার হয়। স্থানীয়দের অভিযোগ সেই সময় পুলিশি তৎপরতাই বেশ কিছুদিন অবৈধ লটারির কারবার এলাকায় বন্ধ ছিল। কিন্তু সম্প্রতিককালে আবার অবৈধ লটারি কারবার রমরমে চলছে বলে অভিযোগ।