দশ বছরে এলাকায় কোন কাজ হয়নি-অন্ডালে জাহানারা খান
আমার কথা, অন্ডাল, ২০ এপ্রিলঃ
থমকে রয়েছে এলাকার উন্নয়ন। ১০ বছর এলাকায় কোন কাজ হয়নি]। সাংসদদের এলাকায় দেখা যায় না, ভোট প্রচারে বেরিয়ে এমনই অভিযোগ করলেন সিপিএম প্রার্থী জাহানারা খান।
শনিবার সকালে অন্ডালের উখড়া গ্রামে ভোট প্রচারে বের হন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জাহানারা খান। রোড শো করেন পায়ে হেঁটে। উখড়া রুইদাস পাড়া সিপিএম পার্টি অফিস থেকে এদিন প্রচার শুরু করেন প্রার্থী। সাথে ছিলেন দলের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তুফান মন্ডল, অঞ্জন বক্সী সহ কর্মী সমর্থকেরা । জোট সঙ্গী কংগ্রেসের লোকজনকেও এদিন প্রচারে দেখা যায়। প্রার্থী পায়ে হেঁটে গোটা গ্রাম ঘুরেন। বাড়ি বাড়ি গিয়ে পরিচয় করেন ভোটারদের সাথে। প্রচারের ফাঁকে প্রার্থী জাহানারা খান বলেন মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। মানুষ আমাদের ডাকে ঘর থেকে বেরিয়ে আসছে, আশীর্বাদ করছে। এরপর তিনি অভিযোগ করেন গত ১০ বছরে আসানসোল লোকসভা এলাকায় উন্নয়নের কোন কাজ হয়নি । রাস্তাঘাটের বেহাল অবস্থা, যেখানে যাচ্ছি সেখানকার মহিলারাই অভিযোগ করছেন এলাকায় পানীয় জল নেই । এখানকার প্রাক্তন ও বর্তমান সাংসদের ভোটের পর আর দেখা পাওয়া যায় না । মানুষ উন্নয়ন চাই। আর সেটা দিতে পারে একমাত্র বামেরা । মানুষের আশীর্বাদ পেলে আমরা এলাকার বন্ধ কলকারখানা খোলা, বেকারদের কর্মসংস্থান, কয়লা খনি বেসরকারিকরনের বিরুদ্ধে সংসদে লড়াই করব। তৃণমূল, বিজেপির হেভিওয়েট প্রার্থী প্রসঙ্গে জাহানারা খান বলেন আগে এখানে যিনি বিজেপির সাংসদ ছিলেন তিনি এখন তৃণমূল দলে। এবারের তৃণমূল প্রার্থী আগে বিজেপি দল করতেন। বিজেপি হয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি আগে ছিলেন কংগ্রেস দলে। আমি কিন্তু সিপিআইএম দলে ছিলাম, আছি আর ভবিষ্যতেও থাকবো। হেভিওয়েট বলে কিছু হয় না, লড়াইটা আদর্শ আর নীতির। আমরা সেই লক্ষ্যে লড়ছি । মানুষ ঠিক করবে তারা হেভিওয়েট সাংসদ চান, নাকি কাজের মানুষ।