প্রার্থী বিহীন কেন্দ্রে প্রচারে বিজেপি বিধায়িকা
আমার কথা, অন্ডাল, ৩ মার্চঃ
লোকসভা ভোট আসন্ন, তার আগে সাধারণ মানুষের সাথে সম্পর্ক ঝালিয়ে নিতে বিজেপি এস-টি মোর্চার পক্ষ থেকে করা হচ্ছে জনসম্পর্ক কর্মসূচি। রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির শালতোড়ের বিধায়িকা চন্দনা বাউরি । তিনি এদিন খান্দরা ও উখড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পায়ে হেঁটে স্থানীয় বাসিন্দা, দোকানদার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। সৌজন্য বিনিময়ের পাশাপাশি তাদের কাছ থেকে তিনি জানতে চান কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা তারা পাচ্ছেন কিনা। প্রকল্পের সুবিধা পেতে গেলে কোথায় কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়েও তিনি ওয়াকিবহাল করেন সকলকে। এদিকে আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য নির্বাচিত প্রার্থী পবন সিং নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে কর্মসূচির মাঝে সাংবাদিকদের একাংশের কাছে চন্দনা দেবী বলেন লোকসভা ভোটে পশ্চিম বাংলায় বিজেপি এবার ৩০ টি আসন জিতবে। প্রার্থী নিয়ে কোথাও কোন সমস্যা নেই দাবি করে তিনি বলেন বাংলার মানুষ ভোট দেবে, নরেন্দ্র মোদিকে দেখে ফলে কে প্রার্থী হলো সেটা কোন বিষয় নয়। এ দিনের কর্মসূচিতে চন্দনা দেবীর সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী, জেলা এসটি মোর্চার পক্ষে প্রদীপ বাউরি, বিজেপির রাজ্য কমিটির সদস্য সভাপতি সিং সহ অন্যরা।