‘কোটি’ টাকায় প্রার্থী পদ বিক্রি, বিজেপির টিকিট না পেয়ে বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫মার্চঃ
খুব দ্রুত দল পরিবর্তনের মোহভঙ্গ হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়ার তৃণমূলের সহ সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কারন হিসেবে জানা যাচ্ছে বিধানসভা নির্বাচনে কোটি টাকার বিনিময়ে টিকিট বিক্রি হচ্ছে আর এমনটাই অভিযোগ
স্যমাপ্রসাদ মুখোপধ্যায়ের। এবার কি তিনি ফের তৃণমূলেই ফিরতে চাইছেন? সোমবার দুর্গাপুরে যে হোটেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাত্রিবাস করবেন সেই হোটেলের বাইরে প্রায় ঘন্টা দুয়েক তাঁর অপেক্ষা সেই ইঙ্গিতই করছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। বলেন, “সাড়ে তিন কোটি টাকায় টেন্ডার হয়েছে। টিকিট বিক্রি হয়ে গিয়েছে।”
প্রসঙ্গতঃ গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী যখন মেদিনীপুরে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তাঁর পরে পরেই বাঁকুড়ার এই তৃণমূল নেতাও বিজেপিতে যোগ দেন। শুধু তাই নয় তিনি প্রকাশ্যে এ কথাও বলেছিলেন যে শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক জগতের পথপ্রদর্শক। দু’মাসও হয়নি এই দলত্যাগের, আর তার মধ্যেই একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায় এই নির্বাচনে টিকিট পাননি প্রাক্তন এই মন্ত্রী। এরপরেই আজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে দুর্গাপুরে পৌঁছে যান তিনি। তাহলে কি টিকিট না পাওয়ায় মোহভঙ্গ আর সাথে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে পুনরায় তৃণমূলে ফেরার পথ সুগম করতেই তাঁর দুর্গাপুরে আগমন? যদিও এ কথা স্বীকার করেননি তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, মমতা বন্দোপাধ্যায় আহত, তাই তাঁকে দেখতে এসেছেন তিনি। সাথে এও জানান বিজেপিতে যোগ দিলেও সদস্যপদ নেননি তিনি।
তবে আসল রহস্যটা যে কি তা হুয়ত সময়েই প্রকাশ পাবে।