ভিড়িঙ্গি মোড়ে দুর্ঘটনায় পড়ল চারচাকা গাড়ি

ভিড়িঙ্গি মোড়ে ট্রাকের ধাক্কায় ডিভাইডারে উঠল গেল একটি চারচাকা গাড়ি। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভিড়িঙ্গি মোড়ের কাছে এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ। জানা গেছে যে বৃহস্পতিবার সকালে ডিভিসি মোড় হয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি । তখনই ট্রাকটি ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়িটি ডিভাইডারের উপর উঠে যায়। তবে হতাহতের কোনো খবর নেই। গাড়ির চালক রাজীব সিং বলেন,”আমি গাড়ি নিয়ে ডিভিসি মোড় হয়ে জাতীয় সড়ক ধরে রানীগঞ্জের দিকে যাচ্ছিলাম। ভিড়িঙ্গি মোড়ের সামনে একটি ট্রাক আমার গাড়িটিকে ধাক্কা মারে। তারপরেই আমার গাড়িটি ডিভাইডারে উঠে যায়। প্রাণ বাঁচলো এটাই অনেক ভাগ্যে।”