দুর্গাপুরে দুর্ঘটনার কবলে গাড়ি, জখম চিকিৎসক সহ এক মহিলা
আমার কথা, দুর্গাপুর, ৩ জানুয়ারীঃ
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি চার চাকার গাড়ি। দুর্ঘটনায় জখম হলেন এক চিকিৎসক ও তাঁর সঙ্গী। ওই চিকিৎসকের নাম ঋত্বিক চক্রবর্তী। পরে পুলিশের সাহায্যে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালের চিকিৎসক ঋত্বিক চক্রবর্তী বৃহস্পতিবার মধ্য রাতে ওই হাসপাতালেরই অপর এক স্টাফ কাবেরী বন্দোপাধ্যায়ের সাথে যখন ফিরছিলেন হাসপাতাল থেকে তখন সিটি সেন্টারে আদালত চত্বরে আচমকাই একটি সিমেন্টের বেদিতে গাড়িটি ধাক্কা খায়। তাতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ঋত্বিকবাবু। গাড়িটি পর পর কয়েকবার পালটি মেরে উল্টে যায়। যদিও তাতে ওই চিকিৎসক বা তাঁর সঙ্গী জখম হলেও চোট মারাত্মক কিছু নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর ত্রাফিক গার্দ ও সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ। গাড়িটি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঋত্বিকবাবু ও কাবেরীদেবীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।