জাতীয় সড়কে লরির পিছনে গাড়ির ধাক্কা, জখম ২

আমার কথা, অন্ডাল, ২২ মার্চ:
জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত হলো দু’জন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে অন্ডাল মোড় সংলগ্ন ভাদুর মোড়ে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার বিকেল চারটে নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের ভাদুর মোড়ে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে চার চাকার একটি গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল চার চাকার গাড়িটি। লরিটি দাঁড়িয়েছিল ভাদুর মোড়ে। চার চাকার গাড়িটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় চার চাকার গাড়িতে থাকা উমাকান্ত সিংহ ও তার স্ত্রী গুরুতর জখম হন। আহতরা কলকাতার রাজারহাটের বাসিন্দা বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ। চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় অন্ডাল মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমে। সেখান থেকে তাদের স্তরান্তিত করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। দুর্ঘটনা গ্রস্ত চার চাকার গাড়ি ও লরিটিকে থানায় নিয়ে যায় পুলিশ।