বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুর ও আসানসোলে আয়োজিত হল দুর্গাপুজা কার্নিভাল
- আমার কথা, আসানসোল-দুর্গাপুর, ২৬ অক্টোবর:
রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে বৃহস্পতিবার সাড়ম্বরে পশ্চিম বর্ধমান জেলাতেও আয়োজিত হল দুর্গা পুজো কার্নিভাল। ছিল শোভাযাত্রা, সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। কার্নিভাল দেখতে নেমেছিল জনতার ঢল।
বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আসানসোল ও দুর্গাপুরে এই কার্নিভালের আয়োজন করা হয়। এদিন দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুরে আয়োজিত হল দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠান । কার্নিভালে অংশ নিয়েছিল মহকুমার মোট ১৫ টি নির্বাচিত পুজো কমিটি। প্রতিমা সহ শোভাযাত্রার সূচনা হয় প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী সরণী থেকে। শেষ হয় মহিলা মতো মহাবিদ্যালয়ের রোটারীর সামনে। গত বছর ২০২২ সালে দুর্গাপুরে এই জেলার প্রথম পুজো কার্নিভালের সূচনা হয়। প্রথম বছর কার্নিভাল ঘিরে শিল্প শহরে তৈরি হয়েছিল জনতার উন্মাদনা। এ বছরও তার কোন ব্যতিক্রম ঘটেনি। কার্নিভাল দেখতে চিত্রালয় মেলা ময়দান থেকে মহিলা মহাবিদ্যালয় মোড় পর্যন্ত প্রায় আধ কিলো মিটার রাস্তায় ভিড় জমিয়েছিল জনতাম অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রার আসা যাওয়ার পথের দু’পাশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছিল প্রশাসন। নিরাপত্তার জন্য ছিল পর্যাপ্ত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মী।
এদিন দুপুর ২টো নাগাদ কার্নিভালের সূচনা হয়। প্রদীপ প্রজ্জলন করেন কার্নিভালের সূচনা করেন রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সংসদ শত্রুঘ্ন সিনহা, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রনাথ চক্রবর্তী, ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলাশাসক পুন্নমবলম এস, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল চৌধুরী, দুর্গাপুরের মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যরা ।
কার্নিভালে অংশ নিয়েছিল মহাকুমার নির্বাচিত ১৫ টি পূজো কমিটি। কার্নিভালের মূল মঞ্চের সামনে প্রতিমা দর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রতিটি কমিটির জন্য বরাদ্দ ছিল পনেরো মিনিট। পুজো কমিটি গুলি নাচ-গান ও অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। দুর্গাপুরের এই কার্নিভালে প্রথম স্থান অধিকার করে উর্বশী দুর্গোৎসব কমিটি, দ্বিতীয় স্থান পায় চতুরঙ্গ পুজো কমিটি ও তৃতীয় স্থান পায় বিধাননগরের স্যান্টোস ক্লাবের পুজো।
দুর্গাপুর মহাকুমার পাশাপাশি এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমাতেও দুর্গা পূজা কার্নিভাল অনুষ্ঠিত হয়। প্রথমবারের এই কার্নিভালে অংশ নেয় ১৪ টি পুজা কমিটি বি এন আর মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রা শেষ হয় বার্ণপুর রোডে। প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ছাড়াও কার্নিভালে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরাও। কার্নিভালে জনতার মন জয় করে শিখ ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার ভাংরা নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আসানসোলের কার্নিভালে প্রথম স্থান পায় কল্যাণপুর কে সেক্টর দ্বিতীয় হয় বার্ণপুর নওজয়ান ক্লাব ও তৃতীয় হয় কল্যানপুর আদি দুর্গাপূজা।