দুর্গাপুরে দুর্গাপুজার কার্নিভাল নিয়ে প্রশাসনিক বৈঠক
আমার কথা, দুর্গাপুর, ১৫ অক্টোবর:
গত বছরের ন্যায় এ বছরও বর্ণাঢ্য কার্নিভালের প্রতিশ্রুতি প্রশাসনের পক্ষ থেকে। রবিবার দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে দুর্গাপুজো কার্নিভাল নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হল, যে বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা শাসক পোন্নমবলম এস, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জী ,পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, নগরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জী, ডিসিপি(পুর্ব)কুমার গৌতম সহ কার্নিভ্যাল কমিটির সদস্যবৃন্দ ও দুর্গাপুর ইস্পাত কারখানা সহ বিভিন্ন সরকারী দপ্তরের আধিকারিক গন। আগামী ২৬ অক্টোবর এই কার্নিভালের দিন ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। গত বছরের থেকেও এবার অনেক বেশী সাংগঠনিক দক্ষতায় গোটা কার্নিভাল সংগঠিত হবে বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি আরো বলেন গতবছর যে সব ত্রুটি ছিল তা যাতে এবছর না হয়, সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। দুর্গাপুরের প্রিয়দর্শিনি ইন্দিরা সরনী দুটি লেনের, গতবারে যে লেনে দর্শকরা বসেছিল, এবার তার বিপরীত লেন দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হবে , যাতে সব দর্শক ভালভাবে কার্নিভ্যাল উপভোগ করতে পারে। উদ্যোক্তাদের পক্ষে ১০ হাজার বসার জায়গা করার কথা ঘোষনা করা হয়েছে।