আসানসোলে পদপিষ্টের ঘটনায় সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারীর বিরুদ্ধে মামলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসান্সোল), ১৬ ডিসেম্বরঃ
পদপিষ্টের ঘটনায় নয়া মোড়।আসানসোলে কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের।মৃত ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।আয়োজক সহ কয়েকজনের নামে এই অভিযোগ করা হয়েছে। আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তার স্ত্রী চৈতালী তিওয়ারি সহ বেশ কয়েকজনের নামে এই অভিযোগ করা হয়েছে।ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।ডিসি অভিষেক মোদির তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হবে।