অন্ডালের বিভিন্ন কয়লা খাদানে ফের সিবিআই হানা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১ফেব্রুয়ারীঃ
ফের সিবিআই হানা দিলো অন্ডাল থানার অন্তর্গত বক্তারনগর টপলাইন, হরিশপুর সহ খনি অঞ্চলের বিভিন্ন বৈধ ও অবৈধ খোলামুখ খনিতে। সুত্র মারফত জানা গিয়েছে সিবিআই দলের সংগে ছিলেন কয়লা মন্ত্রকের বিশেষজ্ঞের দল।
জানা গিয়েছে, ইসিএলের বিভিন্ন খাদান ও অবৈধ খোলাম্মুখ খনিগুলিতে কত কয়লা উত্তোলন করা হয় তার পরিমান করতেই এই অভিযান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান কয়লা খাদানের মাটির রাসায়নিক পরীক্ষা করা হবে।এর মাধ্যমে বোঝা সম্ভব, কত পরিমান কয়লা মাটির নিচে মজুত ছিল, কত কয়লা উত্তোলন করা হয়েছে। এর ফলে কত পরিমাণ কয়লা পাচার হয়েছে তা বোঝা যাবে বলে অনুমান।