অন্ডালে পুকুরের ধারে খেলতে গিয়ে নিখোঁজ বছর দুয়েকের শিশু
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫জুনঃ
সারাদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত্য খোঁজ মিলল না বছর দুয়েকের সমীরের। ঘটনাটি অন্ডাল গ্রামের পশ্চিম বাউড়ি পাড়ার। শিশুটির সন্ধানে পুকুরে ডুবুরী নামিয়ে তল্লাশীও চালানো হচ্ছে।
জানা গেছে, আজ সোমবার সকাল ১০টা নাগাদ ওই পাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর ব্রজ বাউড়ির ছোট ছেলে সমীর তার থেকে বছর দুয়েকের বড় নিজের দাদার সাথে বাড়ির সংলগ্ন একটি পুকুরের ধারে খেলা করছিল। সমীরের মা সেই সময় বাড়িতে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এরপর মনের ভুলে সমীরের দাদা তার ভাইয়ের কথা ভুলে ঘরে ফিরে যায়। আচমকাই ওই শিশুটির মায়ের খেয়াল হয় সমীরের কথা। তখন থেকেই খোঁজাখুঁজি শুরু হয় সমীরের। পুকুরে জাল ফেলেও খোঁজ শুরু করেন স্থানীয়রা।
অন্ডাল গ্রাম পঞ্চায়েত প্রধান সুধীন পান্ডে জানান যে, সারাদিন স্থানীয়রা খোঁজ করেও সমীরের কোনো সন্ধান পায়নি। তাই সমীরের খোঁজে আসানসোল থেকেও ডুবুরীর দল আনা হয়েছে। কিন্তু অন্ধকার হয়ে যাওয়ায় আপাততঃ উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। আগামীকাল ভোর ৬টা থেকে ফের উদ্ধারকাজ শুরু হবে।
প্রসঙ্গতঃ এর আগেও ব্রজ বাউড়ির বাড়ির সংলগ্ন ওই পুকুরের জলে পড়ে গেছিল ছোট্ট সমীর।