দুর্ঘটনা কমাতে জাতীয় সড়ক জুড়ে বসছে সিসি ক্যামেরা
আমার কথা, কাঁকসা, ১০ আগস্টঃ
সড়ক দুর্ঘটনা ঘটলে আইনের জালেই ফাঁসতে হবে চালকদের।গত বছর সড়ক দুর্ঘটনা রুখতে এমনই আইন লাগু করে কেন্দ্র সরকার। সেই আইন লাগু হওয়ায় দেশ জুড়ে শুরু হয় আন্দোলন।যদিও পরে সেই আইন স্থগিত রাখে কেন্দ্র সরকার।তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে এবার কড়া পদক্ষেপ নিলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়কের উপর প্রতি ২০০ মিটার অন্তর সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সূত্র মারফত জানা গিয়েছে ওই সিসি ক্যামেরায় সরাসরি জাতীয় সড়ক কর্তৃপক্ষ নজর রাখবে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে ওই জায়গার সিসি ক্যামেরার তোলা ফুটেজ দেখেই নিশ্চিত করা যাবে দুর্ঘটনার জন্য মূলতঃ দায়ী কে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই সিসি ক্যামেরা গুলি দূরের ছবিও স্পষ্ট ভাবে তুলতে সক্ষম, যা চলবে সৌর চালিত বিদ্যুতের দ্বারা। কয়েক বছর আগেই পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত ১৯নম্বর জাতীয় সড়কের ছয় লেনের কাজ শুরু হয়েছে, আর যে সমস্ত এলাকায় সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে সেই সমস্ত এলাকায় রাস্তার উপরেই বসানো হয়েছে এই সিসি ক্যামেরা।
জাতীয় সড়কের উপর দিয়ে গাড়ি নিয়ে চালাচল করা চালকরা জানিয়েছেন,রাস্তায় গাড়ি নিয়ে বের হলে যদি তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তবে সব ক্ষেত্রেই চালকদের উপর দোষ গিয়ে পড়তো। এমনকি স্থানীয়দের রোষের মুখে পড়ে প্রাণ যেতো অনেক চালকের।যদিও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত দুর্ঘটনায় চালকদের কোনো দোষই নেই। এই সিসি ক্যামেরা চালু হওয়ার ফলে অধিকাংশ ক্ষেত্রে চালকদের উপর আর কোনো দোষ পড়বে না। দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে। অনেক চালক প্রাণে বাঁচবেন।
পানাগড়ের বাসিন্দারা জানিয়েছেন,জাতীয় সড়ক কর্তৃপক্ষের এটি একটি ভালো উদ্যোগ।এর ফলে অনেকেই আছে আন্ডার পাশ ব্যবহার না করে রাস্তার মাঝখান দিয়ে পারাপার করে।ফলে দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়। তাদের ধরে যদি শাস্তি দেওয়ার ব্যবস্থা করা যেতো তাহলে আরো ভালো হতো। এতে আরও একটা সুবিধা হবে সেটা হলো কেউ রাস্তায় গাড়ি নিয়ে বের হলে সে নিয়ম না মেনে গাড়ি চালালে সেটাও সিসি ক্যামেরায় ধরা পড়বে।এবং অনলাইনে তার জরিমানা ধার্য হয়ে যাবে। এতে পুলিশকেও আর গাড়ি দাঁড় করিয়ে জরিমানা করতে হবে না।