উখরার কালীমন্দিরে চুরি, ভাঙ্গা হয়েছে সিসিটিভি ক্যামেরাও
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২০অক্টোবরঃ
পুজোর ঠিক আগেই ঘটে গেল মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা। অন্ডাল থানার অন্তর্গত উখরা ফাঁড়ির উখরা গ্রামের পুরাতন সন্ন্যাসী কালীতলা মন্দিরে এই চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার সকালে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে তখন যখন দেখা যায়, মন্দিরের তালা ভাঙ্গা, তালা ভাঙ্গা হয়েছে মন্দিরের প্রণামী বাক্সেরও। তার থেকে দুষ্কৃতিরা চুরি করে নিয়ে গেছে প্রণামীর টাকা।
মন্দিরের সেবায়েত সুখেন্দু পান্ডে জানান, গতকাল সন্ধ্যারতির পর মন্দিরে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল প্রতিদিনের মতোই। এরপর আজ সকালে এসে দেখেন মূল ফটকের তালা ভাঙ্গা। নজরদারির জন্য মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। চুরির বিষয়টি যাতে ক্যামেরা বন্দি না হয় তার জন্য দুষ্কৃতিরা সেই সিসিটিভি ক্যামেরাও ভেঙ্গে দিয়েছে। প্রণামী বাক্সের তালা ভেঙ্গে দুষ্কৃতীরা বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া আউটপোস্ট ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।