চুরি রুখতে রথের মেলায় সিসি ক্যামেরার নজরদারি
আমার কথা, দুর্গাপুর, ৬ জুলাই:
রাত পেরোলেই রথ উৎসব আর এই উৎসব দুর্গাপুরে এক আলাদা মাত্রা নেয় শহরবাসীর মধ্যে। তবে শুধু এই শহর নয়, শহর সংলগ্ন এলাকাগুলি থেকেও বহু মানুষের সমাগম হয় দুর্গাপুরে রথ উৎসবে অংশ নিতে। এই শহরের ইস্পাত নগরীর রাজীব গান্ধী মেলা ময়দানে (চিত্রালয়ের মাঠে) বেশ বড়সড় করে রথের উৎসবের আয়োজন করা হয় সি জোনের রাজেন্দ্রপ্রসাদ রোডের উপর অবস্থিত জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে। এই মন্দির থেকে রথে করে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে যাওয়া হয় চিত্রালয়ের অস্থায়ী মন্দিরে। সেখানেই সাতদিন ধরে অর্থাৎ উলটোরথ পর্যন্ত্য পুজো অর্চনা চলে। সাথে বসে মেলা। দূর দুরান্ত থেকে যেমন দোকানীরা তাদের পসরা নিয়ে এই মেলায় হাজির হয় তেমনি এই মেলায় যোগ দিতেও হাজির হন বহু মানুষ। এই মেলার মূল আকর্ষণ সাত দিন ধরে চলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলা। কিন্তু তার মধ্যেই গত কয়েকবছর ধরে এই মেলায় লক্ষ্যনীয় বিষয় হল ‘চুরি’। ভিড়ের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতি(মহিলা ও পুরুষ) মেলায় আগত দর্শনার্থীদের টাকা পয়সা কিংবা গয়নাগাঁটি এমনকি মূল্যবান সামগ্রীও চুরি করে নেয়। ফলে মেলায় এলেও নিশ্চিন্তে মেলা ঘোরাটা তাদের কাছে দুষ্কর হয়ে দাঁড়ায়। তাই মেলার শুরু আগের দিন এই অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর হয়ে উঠল পুলিশ প্রশাসন। শনিবার পুলিশ আধিকারিকরা মেলা ময়দান পরিদর্শন করেন।
এসিপি(দুর্গাপুর) সুবীর রায় জানান, চুরির ঘটনা রুখতে এবারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলা ময়দান এলাকা পুরো সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।