নাচ গানের মধ্যে দিয়ে শিক্ষক দিবস পালন
আমার কথা, অন্ডাল, ৮ সেপ্টেম্বর:
ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম পরিচালিত শিক্ষা বিভাগ “সহজ পাঠ” সংস্থার উদ্যোগে পালন করা হলো শিক্ষক দিবস । রবিবার অনুষ্ঠানটি হয় উখড়া কে, বি ইনস্টিটিউশন স্কুলের সভাকক্ষে । অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি স্বর্ণালী দে, শিক্ষাবিদ মনোজ শর্মা, আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায়, উদ্যোগপতি উত্তম সাধু, কে বি ইনস্টিটিউশন স্কুলের পরিচালন সমিতির সভাপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । সম্বর্ধিত করা হয় সংস্থার শিক্ষকদের । ছিল নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্টের প্রদর্শন । এতে অংশ নেয় “সহজ পাঠ” সংস্থার পড়ুয়ারা । সংস্থার পক্ষে স্বর্ণালী দে জানান সংস্থার উদ্দেশ্য হল সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে পুঁথিগত ও কারিগরি শিক্ষাদানের মাধ্যমে তাদের প্রতিভাকে বিকশিত করে তোলা । পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্ট, ছবি আঁকাও পড়ুয়াদের শেখানো হয় বিনামূল্যে বলে জানান স্বর্ণালী দেবী ।