ইস্পাতনগরীতে রবীন্দ্রজয়ন্তী পালন
আমার কথা, দুর্গাপুর, ৯ মে:
সংবাদদাতা প্রণয় রায়
চির নতুনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ। এভাবেই প্রতিটি ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ের দরজায় এসে এক অতি পরিচিত জনের মত যেন বলেন আজ মম জন্মদিন। বুধবার ছিল সেই মহান কবির ১৬৪ তম জন্মদিন। আজ সারাদিন এক রবীন্দ্রসাগরে আমাদের অবগাহন করার দিন। সাত সকালে সিটি সেন্টারে কথা ও কবিতা সংস্থার শিশু,কিশোর ও বড় সদস্যরা প্রতি বছরের মত এ বছরও রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে প্রভাত ফেরিতে বেরিয়েছেন।
শিশুরা সমবেত আবৃত্তি করছে আর বড়রা গাইছেন চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ গান। আমি এগিয়ে যেতেই সংস্থার কর্ণধার মিতা চৌধুরী মিষ্টি হেসে বললেন রবীন্দ্রময় সকালে অনেক শুভেচ্ছা। ছুটলাম এডিসন রোড মেজর পার্কে। নিখিল ভারত বঙ্গ সংস্কৃতির সম্মেলন এর দুর্গাপুর শাখার রবীন্দ্র বন্দনা।
পার্কের মধ্যে অনুষ্ঠান মঞ্চের পাশেই রবীন্দ্রনাথের বিরাট প্রতিকৃতি। রবীন্দ্রনাথের ছবিতে৷ মাল্যদানও পুষ্পার্ঘ অর্পণের পর
দুর্গাপুর শাখার শিল্পীদের রবীন্দ্র গীতি আলেখ্যটি পরিবেশনার গুণে জমে উঠেছিল।
দীনবন্ধু বালিয়ালের ভরাট কন্ঠে আমি তোমায় শুনিয়েছিলাম যত গান এই গানটি শুনে শ্রোতারা মুগ্ধ। হৃদয় সাঁই মনেগ্রাহী আবৃত্তি পরিবেশনা করেন। ডাঃ শর্মিষ্ঠা দাস এর ভাষ্যপাঠের সাথে চৈতী গাঙ্গুলীর রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানটিকে এক বিশেষ মাত্রা দেয়। এছাড়াও ইস্পাতনগরীর বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সমবেত আবৃত্তি ও গান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারভাবে সঞ্চালনা করেন কাকলী দাসগুপ্ত, নন্দিতা মন্ডল ও সমীর দাস।
এডিসন পার্ক জুড়ে ঘন গাছগাছালির স্নিগ্ধ বাতাস মনে করিয়ে দিচ্ছিল এ যেন এক শান্তিনিকেতনের শান্তপরিবেশে রবি কবির জন্মদিন পালিত হচ্ছে। আর গাছপালার ফাঁকে প্রভাত রবি উঁকি দিয়ে যেন বলছিল তোমাদের এই রবি বন্দনা আমার উজ্জ্বল আলোয় আলোকিত হোক।
হচ্ছিলও তাই।
সমগ্র অনুষ্ঠানটিকে নেপথ্যে থেকে অক্লান্ত পরিশ্রমে কি করে সার্থক করে তোলা যায় তা করে দেখালো স্নেহাশিস মুখোপাধ্যায় ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের প্রাণপুরুষ মোহিত গাঙ্গুলী।
একটু একটু করে বেলা বাড়ছিল।রবীন্দ্র বন্দনা ও জমে উঠছিল।
একসময় অনুষ্ঠান ছেড়ে উঠতে হল। কারণ আরও অনেক রবীন্দ্র বন্দনায় যেতে হবে।
হাসপাতালের ফার্মাসি বিভাগে ঢুকতেই ফার্মাসিস্ট কবি জয়ন্ত দত্ত ডেকে বলল ঠাকুরের ছবিতে একটু ফুল দিন।
এরপর ফিজিওথেরাপি বিভাগে।
এদিন অপরাহ্নে টেগোর এভিনিউ র রোটারির কাছে
রবীন্দ্র মূর্তির পাদদেশে সাহিত্য আল্পনা ও শিল্প সাহিত্য পত্রিকার পক্ষ থেকে
রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করা হয়।। ছোট্ট এই অনুষ্ঠানটি খুবই মনেগ্রাহী হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজীব ঘাঁটি।