জেলায় সাড়ম্বরে পালিত হল ৭৫ তম সাধারনতন্ত্র দিবস
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৬ জানুয়ারি:
আজ শুক্রবার সারা দেশে মহা সমারোহে পালিত হল ৭৫ তম সাধারনতন্ত্র দিবস। পিছিয়ে ছিল না জেলা পশ্চিম বর্ধমানও। এদিন এই জেলার বিভিন্ন প্রান্তে ধুমধাম করে এই দিনটি পালন করা হয়।
আসানসোলে পোলো গ্রাউন্ডে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পোন্নমবালম এস। নানা অনুষ্ঠানে সাজানো হয়েছিল এদিন। পতাকা উত্তোলনের পর জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এছাড়াপ কুচকওয়াজের মাধ্যমে সালামিও নেন তিনি।
অন্যদিকে দুর্গাপুরেও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো। এদিন সকালে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি জাতীয় পতাকা উত্তোলন করেন ও বিভিন্ন সরকারী বাহিনী, এন সি সি ও বিভিন্ন স্কুলের সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন। তিনি এই দিনটির তাৎপর্য বর্ণনা করে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারী প্রকল্পের বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংস্থা দেশাত্মবোধক অনুষ্ঠান পরিবেশন করে।