মেয়রের “পদত্যাগ” ইস্যুতে “১৮০ ডিগ্রি” ঘুরলেন চন্দ্রশেখর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২১ ডিসেম্বরঃ
মেয়রের ইস্তফা নিয়ে এবার আসরে নামল জেলা বিজেপি নেতৃত্ব। সোমবার এক সাংবাদিক সম্মেলন করেন দুর্গাপুর পশ্চিম এর বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও অপর এক বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দোপাধায়। তাদের দাবি মেয়র সঠিক কাজ করছিলেন বলেই নাকি তাঁকে সরিয়ে দেওয়া হলো।এদিকে নিন্দুকদের মতে আবার এই চন্দ্রশেখর বাবুই তৃণমূলের বোরো চেয়ারম্যান থাকাকালীন কিছুদিন আগেও ছিলেন মেয়রের চরম বিরোধী। বহুবার তিনি
মেয়রের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, তার কাজকর্মের সমালোচনা করেছেন। এমনকি মেয়রের কর্মকান্ডের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে যাওয়ারও হুশিয়ারীও দিয়েছিলেন। অথচ ইতিহাসের এমনই বিড়ম্বনা যে দল পাল্টানোর পর সেই মেয়রের হয়েই তাকে এখন সম্পূর্ণ উল্টো বক্তব্য রাখতে হলো। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই পুরো ব্যাপারটাই কি আসলে আসন্ন দুর্গাপুর পুর নির্বাচনের আগে একটু প্রচারে আসার চেষ্টা?
ধন্যবাদান্তঃ রাজীব দত্ত