“আমাকে তাড়াতে চাইলে পরিবর্তনের পরিবর্তন হবে”
আমাকে তাড়াতে চাইলে পরিবর্তনের পরিবর্তন হবে এই ভাষাতেই পরোক্ষে হুমকি দিয়ে রাখলেন দুর্গাপুর নগর নিগমের ৪ নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।
প্রসঙ্গতঃ আজ সকালে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে দুর্গাপুর নেতৃত্বের একটি বৈঠক হয় ভগৎ সিং ক্রীড়াঙ্গণে। সেই বৈঠকে চন্দ্রশেখর বাবুর অনুপস্থিতিকে কেন্দ্র করে শুরু হয় ফের জল্পনা, কেউ কেউ বলেন বিরূপ নেতা শুভেন্দু অধিকারীর সাথে ঘনিষ্ঠতার কারনেই নাকি অনুপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান। সত্যি কি তাই? ‘আমার কথা’র প্রতিনিধির প্রশ্নের উত্তরে চন্দ্রশেখর বাবু বলেন, ” আজ আমার এখানে দুয়ারে সরকারের শিবির ছিল যেখানে মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল। আমি সেই মতো সমস্ত ব্যবস্থাও করে রেখে ছিলাম। কিন্তু ১১টা নাগাদ আমাকে জানানো হয় যে তিনি আসছেন না। এদিকে স্টেডিয়ামে দলনেত্রী সবার সাথে বৈঠক করবেন আচমকাই ঠিক হয়। তখন মেয়র সাহেব আমাকে বলেন দুয়ারে সরকারের শিবিরে থেকে যেতে। যেহেতু সকলে স্টেডিয়ামে যাচ্ছেন তাই দলের একজন প্রতিনিধি তথা বোরো চেয়ারম্যান হিসেবে আমাকে থাকার জন্য বলা হয়। তাই আমি থেকে যাই। তাই আবারও বলছি শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছেড়েছেন কিন্তু তিনি দলের প্রাথমিক সদস্য পদ এখনো ছাড়েন নি আবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন নি। আমার সাথে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেকে কুৎসা রটাচ্ছে। যারা এগুলো করছে তাঁরা আমার রাজনৈতিক ইতিহাস জানে না। আমি ৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস করছি, দলের কিছু গদ্দার যারা লোকসভাতে দলকে হারিয়েছে তারা আমাকে তাড়াতে চাইছে। আমকে তাড়ালে পরিবর্তনের পরিবর্তন হবে।”
তবে কি তিনি পরোক্ষে হুমকি দিয়ে রাখলেন? উত্তরটা সময়ই বলবে।