দুর্গাপুরে দ্বিতীয় পর্যায়ের করোনার টিকাদানকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, পুলিশের সাথে বচসা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২মার্চঃ
সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের করোনার টিকাকরন আর টিকা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের টিকাদান কেন্দ্র সৃজনী প্রেক্ষাগৃহে। অব্যবস্থার অভিযোগ তোলেন টিকাগ্রহীতারা আর তা নিয়ে ওই কেন্দ্রের কর্মী সহ পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন টিকাগ্রহীতারা।
প্রসঙ্গতঃ সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের করোনার টিকাকরণ। প্রথম পর্যায়ে করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে ষাটোর্ধ্ব ও কো-মর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে।
সেই মতো এদিন সকাল থেকেই দুর্গাপুরের করোনা টিকাকরণ কেন্দ্র সৃজনীতে জমায়েত শুরু হয় টিকা গ্রহীতাদের। বাড়তে থাকে ভিড়। ভিড়ের জেরে লাইন দেওয়া নিয়ে টিকা গ্রহীদের মধ্যে বচসা বেধে যায়। শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। যদিও পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকেও। পুলিশের সঙ্গেও বচসাও জড়িয়ে পড়েন টিকা নিতে আসা সাধরণ মানুষরা। পরে যদিও পরিস্থিতি স্বাভাবিক হয়।
অন্যদিকে টিকাকেন্দ্রে অব্যবস্থার অভিযোগ তোলেন টিকা নিতে আসা টিকা গ্রহীতারা। তাদের অভিযোগ এত ভিড় হওয়া সত্ত্বেও সুশৃঙ্খল কোনও ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। ফলে টোকেনের মাধ্যমে ষুষ্ঠুভাবে টিকা দেওয়ার ব্যবস্থা চালু করার দাবি তোলেন টিকা গ্রহীতারা।