শ্রীলংকার মত পশ্চিমবঙ্গকে দেউলিয়া করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী- সুকান্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ মেঃ
শ্রীলংকার মত পশ্চিমবঙ্গকে দেউলিয়া করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের শ্যামপুর মোড়ে বিজেপির প্রতিবাদ সভা হয়। এই প্রতিবাদ সভায় অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আসানসোল সাংগঠনিক জেলা নেতৃত্ব। কয়েক সপ্তাহ আগে দুর্গাপুরের বিজেপির বুথ সভাপতির বাবা রাম প্রসাদ সরকার খুন হয়। খুনিদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ জানানো হয়। রাম প্রসাদ সরকারের পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৫ লক্ষ টাকার চেক। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের দাম কম এরাজ্যে বেশি। এরাজ্যের মানুষ অন্য রাজ্যে যাচ্ছে পেট্রোল ভরাতে। বিজেপি ঘর দিচ্ছে তৃনমূলের নেতারা সেই টাকা তুলে নিচ্ছে।।