জেলা সভাপতির জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
আমার কথা, পান্ডবেশ্বর, ১০ জানুয়ারীঃ
নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মদিন। এদিনই এসে পৌঁছালো জন্মদিনে মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তাও।
শুক্রবার ছিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন। জেলার বিভিন্ন প্রান্তে দল, কর্মী সমর্থক ও অনুগামীদের উদ্যোগে সাড়াম্বরে জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়কের জন্মদিন অনুষ্ঠান করা হয়। এদিন সকাল থেকেই পাণ্ডবেশ্বরের বাঁকোলা সুভাষ কলোনিতে নরেন্দ্রনাথ বাবুর বাসভবনে ভিড় জমান দলীয় কর্মী সমর্থক ও অনুগামীরা। কেক, ফুলের বুকে, মিষ্টি সহ নানান উপহার তারা তুলে দেন নরেন্দ্রনাথ বাবুর হাতে। জেলার বিভিন্ন প্রান্তে নরেন্দ্রনাথ বাবুর জন্মদিন পালন করা হলেও সবচেয়ে বেশি আড়াম্ভর উৎসাহ লক্ষ্য করা যায় পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে। এদিন লাউদোহা মোড়ে বিধায়ক কার্যালয়ে ঘটা করে জন্মদিন পালন করা হয় ব্লক তৃণমূলের উদ্যোগে। কাটা হয় কেক, করা হয়েছিল রক্তদান শিবির। অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এদিন নরেন্দ্রনাথ বাবুর জন্মদিন উপলক্ষে বনভোজন ও বিশেষ পুজো পাঠ আয়োজন করা হয়। নতুনডাঙ্গা নদী ঘাট এলাকায় অনুষ্ঠানটি হয়। স্থানীয় মনসা মন্দিরে ঘটা করে আয়োজন করা হয় পুজো পাঠের। বনভোজনে যোগ দেয় প্রায় হাজার দুয়েক কর্মী সমর্থক।
স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন পুজো পাঠ করে জেলা সভাপতি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের প্রার্থনা করা হয়। অন্যদিকে এদিন সকালেই মুখ্যমন্ত্রীর পাঠানো নরেন্দ্রনাথ বাবুকে জন্মদিনের শুভেচ্ছা পত্র এসে পৌঁছাই। মুখ্যমন্ত্রী লিখেছেন “প্রিয় নরেন্দ্রনাথ, তোমার জন্মদিনে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই বিশেষ দিনটি তোমার জীবনে আরও সমৃদ্ধি ও আরও সার্থকতার বার্তা বয়ে আনুক।”