দুর্গাপুরের এন সি আর সি ফুটবল আকাদেমীর শিশু দিবস পালন
আমার কথা, দুর্গাপুর, ১৪ নভেম্বরঃ
সংবাদদাতাঃ প্রণয় রায়
১৪ ই নভেম্বর দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহরুর জন্ম দিবস উপলক্ষে সারাদেশে শিশু দিবস হিসেবে উদযাপিত হয়। জহরলাল নেহরু কে শিশুরা চাচা নেহেরু বলে অভিহিত করত। তিনি শিশুদের ভালোবাসতেন। তিনি বলতেন আমি সর্বদা অনুভব করছি যে আজকের শিশুরা ভারতকে তৈরি করবে। আগামীকাল, এবং , আমরা যেভাবে তাদের লালন পালন করব তা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে । শিশুদের প্রতি তার এই অকৃত্রিম ভালোবাসাকে স্মরণ করে প্রতি বছর ১৪ই নভেম্বর শিশু দিবস পালিত হয়।
১৯৫৪ সালে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর ২০ নভেম্বর শিশু দিবস পালন করা হয়। ভারতবর্ষে ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ২০ নভেম্বর শিশু দিবস পালন করা হতো। কিন্তু ১৯৬৪ সালের ২৭ মে পন্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর শিশু প্রেমী পন্ডিত নেহেরুর প্রতি সম্মান জানাতে ওই বছরেই ১৪ ই নভেম্বর তার জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয় এবং প্রতিবছর এই দিনটি আমাদের দেশে শিশু দিবস হিসেবে পালন করা হয়।
আজ নন কোম্পানি বিক্রিয়েশন ক্লাবের শিশু ফুটবল একাডেমীর পক্ষ থেকে সিটি সেন্টারের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশু দিবস পালন করা হয়। প্রায় দেড়শ শিশু
শিশু দিবসের এ অনুঠানে অংশ নেয়। একটি প্রীতিমূলক ফুটবল খেলায় সবাই অংশ নেয়। ক্লাবের ক্রীড়া সচিব সঞ্জয় মন্ডল, শিবাজী ঘোষ সমিত সরকার ও বিশ্বজিৎ দেবনাথ সহ ক্লাবের সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তারা জানান শিশু দিবসে আমাদের সবার অঙ্গীকার আমাদের ক্লাবের ছত্রছায়ায় একটি আদর্শ শিশু অঙ্গন তৈরী করা। সবাই একযোগে বলেন আমাদের ক্লাব শিশু মননের বিকাশে নিরন্তর প্রয়াস চালিয়ে যাবে। শিশুদের মাঝে উপস্থিত ছিলেন
এইচ আর ইস্পাত এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী শুভদীপ মন্ডল। শ্রী মন্ডল এই ফুটবল আকাদেমীকে সবরকম সহায়তার আশ্বাস দেন।