বড়দিনের উপহার দেওয়া হল সহজ পাঠ সংস্থার পড়ুয়াদের
আমার কথা, অন্ডাল, ২৯ ডিসেম্বরঃ
বড়দিনের উপহার দেওয়া হল “সহজ পাঠ” সংস্থার পড়ুয়াদের। রবিবার উপহারগুলি পড়ুয়াদের হাতে তুলে দেন সংস্থার অন্যতম কর্মকর্তা বিশ্বদীপ দে। বেশ কয়েক বছর আগে স্বেচ্ছাসেবী সংস্থা ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরামের উদ্যোগে এলাকার দুঃস্থ পরিবারের পড়ুয়াদের ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য গড়ে ওঠে “সহজপাঠ”। বর্তমানে সংস্থার পড়ুয়ার সংখ্যা প্রায় দেড়শ জন। এখানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি পড়ুয়াদের দেওয়া হয় ব্যবহারিক শিক্ষা। স্থানীয় বেশ কয়েকজন শিক্ষিত যুবক, যুবতী বিনা পরিশ্রমীকে সংস্থায় পড়ুয়াদের পাঠ দান করেন।
রবিবার পড়ুয়াদের দেওয়া হয় বড়দিনের বিশেষ উপহার। উপহার গুলি পড়বাদের হাতে তুলে দেন সংস্থার অন্যতম কর্মকর্তা বিশ্ব দিপদে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি স্বর্ণালী দে সহ অন্যরা। এদিন উপহার দেওয়ার পাশাপাশি নতুন শিক্ষা বর্ষের জন্য সংস্থার পক্ষ থেকে পড়ুয়াদের ইউনিফর্মও দেওয়া হয়।