দুর্গাপুরে জয়দেব খাঁয়ের ফ্ল্যাটে সিআইডি হানা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২মার্চঃ
পশ্চিম বর্ধমান জেলায় অবৈধ কয়লা পাচার কাণ্ডে সিবিআই তদন্তের পাশাপাশি সমন্তরাল তদন্ত চলাছে সিআইডি। শুক্রবার গভীর রাতে অন্ডালের নব কাজোরা এলাকায় বড়োসড়ো অভিযান চালায় সিআইডির একটি দল । অভিযানে গ্রেফতার হয় কয়লা পাচার কাণ্ডের মূল পান্ডা লালার ঘনিষ্ঠ সহযোগী রণধীর সিং। এরপর ফের আজ শনিবার ফের সিআইডি হানা আর উদ্দেশ্য সেই একই কয়লা পাচার কান্ডের তদন্ত। দুর্গাপুরে নিউটাউনসিপ থানার অন্তর্গত সপ্তর্ষি পার্কে কয়লা মাফিয়া জয়দেব খাঁয়ের দুটি ফ্ল্যাটে হানা দেন সিআইডির আধিকারিকরা। কিন্তু বর্তমানে ওই ফ্ল্যাটি দুটি তালা বন্ধ থাকায় কাউকে না পেয়ে আবাসনের নিরাপত্তারক্ষীর হাতে জয়দেব খাঁয়ের নামে একটি নোটিশ ধরিয়ে দিয়ে যান তাঁরা। ওই নোটিশে চলতি মাসের ১৫ তারিখে কলকাতার ভবানী ভবনে দেখা করার নির্দেশ দেওয়া রয়েছে।
প্রসঙ্গতঃ ২০২০ সালের ১লা অক্টোবর রানীগঞ্জ থানায় জয়দেব খাঁয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ইসিএলের পক্ষ থেকে। সেই অভিযোগের