পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরের পথে নামল সিটু
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯জুনঃ
একদিকে দেশে যেমন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা তেমনি এই করোনা আবহে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। যার জেরে নাস্তানাবুদ সাধারন মানুষ। করোনার প্রভাবে বহু মানুষ আজ যেমন কর্মহীন হয়ে পড়েছে ফলে জীবন ধারনের ক্ষেত্রে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে তেমনই নিত্যদিন পেট্রোল আর ডিজেলের বর্ধিত মূল্যের কারনে তা জীবন ধারনের ক্ষেত্রে এক অন্তরায় হয়ে পড়ছে, কারন সাধারন থেকে সাধারন মানুষ জানে যে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি মানেই তা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে তার প্রভাব পড়বে, ফলে সাধারন মানুষের পক্ষে এই কর্মহীন জীবনে বেশি মূল্য দিয়ে জিনিস কেনা মানে মরিচীকার পেছনে ছোটার সামিল। তাই সাধারন মানুষের কথা ভেবে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন(সিটু)র পক্ষ থেকে রবিবার একটি প্রতিবাদ মিছিল বের হয় দুর্গাপুর ইস্পাত নগরীতে। এদিন সকাল ১১টা নাগাদ মিছিলটি ১নং বিদ্যাসাগর অ্যাভিন্যুতে অবস্থিত তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়। এরপর মিছিলটি বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে তা বি জোনের তিলক রোডে গিয়ে সেষ হয়। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিধায়ক সন্তোষ মোহন দেব রায় সহ সিটুর নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।