বিবাহিত সম্পর্কে টানাপোড়েন? দুর্গাপুরে আত্মঘাতী সিভিক পুলিশ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুনঃ
এক সিভিক পুলিশের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইস্পাত নগরী দুর্গাপুরে। মৃতের নাম হেমন্ত কুমার রজক(২৫)। দুর্গাপুর থানার বি-জোন ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন হেমন্ত। আজ সকালে দুর্গাপুর মেন হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। বি-জোনের বিদ্যাপতি রোডের বাসিন্দা ছিলেন হেমন্ত।
মৃতের ভাই প্রশান্ত কুমার রজক জানান যে, বছর দেড়েক আগে দেখাশুনা করে বিয়ে হয় হেমন্তর। কিন্তু বিয়ের পর থেকেই সে মনমরা হয়ে থাকত। পারিবারিক লন্ড্রির দোকান ছিল চন্ডিদাস বাজারে। বিয়ের পর থেকে সেই লন্ড্রির দোকানেই থাকতে শুরু করেন হেমন্ত। আজ আনুমানিক ভোর ৪টে নাগাদ দোকানে গিয়ে হেমন্তর বাবা দেখেন যে হেমন্তর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সাথে সাথে তিনি হেমন্তর অপর ভাই প্রশান্তকে ফোনে খবর দেন। এরপর তাঁকে তড়িঘড়ি দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউতে ভর্তি করে নেওয়া হয় হেমন্তকে। সেখানেই কিছুক্ষণ পর হেমন্তর মৃত্যু হয়। পরিবারের প্রাথমিক অনুমান কোনো কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন হেমন্ত। বিবাহিত সম্পর্কে কোনো টানাপোড়েনের কারনে হেমন্ত আত্মঘাতী হয়েছেন নাকি এই মৃত্যুর পেছনে আরো কোনো কারন রয়েছে তা এখনই সঠিকভাবে জানা যায়নি। পুলিশ মৃত্যুর কারন জানতে তদন্ত শুরু করেছে। হেমন্তর মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হেমন্তর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবারে।
বিবাহিত সম্পর্কে টানাপোড়েন? দুর্গাপুরে আত্মঘাতী সিভিক পুলিশ