পানাগড়ে গাড়ি চালককে মারধরের অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে
আমার কথা, পানাগড়, ২১ নভেম্বর:
এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠলো ট্রাফিক পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে। মঙ্গলবার বিকাল চারটে নাগাদ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পানাগর বাজারের চৌমাথা মোড়ে পুরাতন জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
পানাগড়ের বাসিন্দা বিমান কুমার হাজরার অভিযোগ মঙ্গলবার বিকালে তিনি রনডিহা মোড় থেকে দার্জিলিং মোড়ে যাওয়ার পথে পানাগড় বাজারের চৌমাথা মোড় পারাপার করার সময় সবুজ সিগন্যাল ছিল। হলুদ সিগনাল না করেই ট্রাফিক পুলিশের কর্মীরা রেড সিগন্যাল দিয়ে দেয়। ট্রাফিক নিয়ম ভাঙ্গার অভিযোগ তুলে ট্রাফিক পুলিশে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার গাড়ি দাঁড় করিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ।
এরপরই তিনি তার এলাকার বাসিন্দাদের গিয়ে খবর দিলে এলাকার বাসিন্দারা চৌমাথা মোড়ে এসে বিক্ষোভ দেখায় এবং দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে।
ওই সিভিক ভলেন্টিয়ারকে চৌমাথা মোড় থেকে সরানোর দাবি জানায় স্থানীয়রা।
কাঁকসা থানার পুলিশ বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে অন্যত্র সরানোর পর অবরোধ উঠিয়ে নেয় স্থানীয়রা।