অ্যাপ ইনস্টল করতেই লক্ষাধিক টাকা খোয়ালেন সিভিক ভলান্টিয়ার
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২ ফেব্রুয়ারীঃ
মোবাইলে একটি অজানা অ্যাপ ইনস্টল করে ব্যাংক প্রতারণার শিকার হলেন এক গ্রাহক। বিষয়টি ব্যাংকে জানালে তারা সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন ওই ব্যাক্তিকে।
উখড়া চাষা পাড়ার বাসিন্দা অরিজিৎ মন্ডল। তিনি অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশে সিভিক ভলেন্টিয়াস-এর কাজ করেন। তার অভিযোগ মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করা মাত্র তার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় তিন লক্ষ ৭২ হাজার ৮০০ টাকা। তিনি জানান গত সোমবার তার মোবাইলে এনিডেক্স নামে একটি অ্যাপস ইনস্টল করার অনুরোধ আসে। সেটি ইনস্টল করার পর তার মোবাইল ও আধার নম্বর চাওয়া হয়। সেটি জানানোর কয়েক মিনিটের মধ্যে তার মোবাইল, এটিএম কার্ড সব ব্লক হয়ে যায়। মোবাইলটি ফের সচল হওয়ার পর মেসেজ ইনবক্স থেকে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাওয়ার ঘটনা। বুধবার উখড়া বাকোলা রোডের ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গিয়ে টাকা গায়েব এর অভিযোগ জানান অরিজিত বাবু। ব্যাংকের পক্ষ থেকে তাকে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে অন্যান্য গ্রাহকদের মধ্যেও। অবশ্য প্রতারণার বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যাংক কর্তৃপক্ষের।