মুচিপাড়া রণক্ষেত্র, সিভিকদের মারধরের অভিযোগ বামেদের বিরুদ্ধে
আমার কথা, দুর্গাপুর, ৮ জুলাই:
রনক্ষেত্র দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়ক। আজ বিকেলে পঞ্চায়েত নির্বাচনকে প্রহশনে পরিণত করার অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম কর্মী সমর্থকরা, তিরিশ মিনিট পর পুলিশের মধ্যস্থতায় উঠে যায় অবরোধ। অবরোধ উঠতেই আচমকাই এক লাঠিধারী সিভিক লাঠি উঁচিয়ে সিপিআইএমের মহিলা সমর্থকদের ওপর তেড়ে এলে পাল্টা আন্দোলনকারীরা তাড়া করে ঐ সিভিক পুলিশ কর্মীকে, পাল্টা প্রতিরোধে পালিয়ে যায় ঐ সিভিক পুলিশ কর্মী, এরপর পুলিশের সামনে সিভিক পুলিশ কর্মীর দাদাগিরিতে উত্তপ্ত হয়ে ওঠে মুচিপাড়া সংলগ্ন জাতীয় সড়ক, পুলিশকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা।কোনোক্রমে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতির। সিপিআইএম জেলা নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ ঐ ব্যাক্তি সিভিক নয় শাসক দলের। সিভিক পুলিশকে মারধর করে আন্দোলনকারীরা।