বাইকে ধাক্কাকে কেন্দ্র করে হাতাহাতি, জখম কয়েকজন
আমার কথা, অন্ডাল, ২৩ ডিসেম্বর,:
দুটি মোটর বাইকের ধাক্কার ঘটনাকে ঘিরে ঘটলো মারপিটের ঘটনা। আহত হয়েছে দু পক্ষের বেশ কয়েকজন। দুই পক্ষই অন্ডাল থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।
সোমবার সকালে অন্ডালের সেন্ট্রাল কাজোরার পাঁচ নম্বর কোলিয়ারি চাণক এলাকায় দুটি মোটর বাইকের মধ্যে সংঘর্ষ হয়। একটি বাইকে ছিল রেম্বো সিং আর অন্য বাইকটিতে ছিল নীলকন্ঠ বাউরী নামে একজন। এই ঘটনায় একে অপরের সাথে বচসাতে সাথে জড়ায়। খবর পেয়ে দুপক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এতে উত্তেজনা আরো বাড়ে। বচসা থেকে হাতাহাতি মারপিট বেঁধে যায় দু’পক্ষের মধ্যে। আহত হন দুপক্ষের বেশ কয়েকজন। খান্দরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আহতদের চিকিৎসার হয়।
নীলকন্ঠ বাউরী জানান বাইকে মা-বাবাকে চাপিয়ে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলাম। সেই সময় রেম্বো সিং তার বাইকে ধাক্কা মারে। প্রতিবাদ করায় লোকজন জড়ো করে তারা। ঘটনার কথা জেনে পরিচিতরা এলে তাদেরও মারধর করা হয়।
অন্যদিকে র্্যাম্বো সিং সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন মোটর সাইকেলে সামান্য ধাক্কা লেগেছিল। তাতেই নীলকন্ঠ অকথ্য ভাষায় তাকে গালাগাল করে। ফোন করে লোকজন ডেকে আনে। তাদের মারধরে কয়েকজন আহত হয় বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায় র্যাম্বো সিং ও নীলকন্ঠ বাউরির মধ্যে পুরনো বিবাদ রয়েছে। আগেও একাধিকবার দুজনের মধ্যে ঝামেলা হয়েছে। পুরনো বিবাদ এর কারনেই আজকের ঘটনা বলে ধারণা স্থানীয়দের।