দুর্গাপুরে পানীয় জলে মিলছে ব্যাকটেরিয়া দাবি সিএমইআরআইয়ের, অভিযোগ অস্বীকার দুর্গাপুর নগর নিগমের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬জুলাইঃ
একদিকে দুর্গাপুরে ক্রমশ বাড়ছে করোনার আক্রমন যা নিয়ে রীতিমতো আতঙ্কিত শিল্পাঞ্চলের বাসিন্দারা। এরই মধ্যে আবার আরো এক আতংক জাঁকিয়ে বসল শহরবাসীদের মধ্যে। দুর্গাপুর নগর নিগম থেকে পুরো শহরে যে পানীয় জল সরবরাহ করা হচ্ছে সেই জলে মিলেছে ব্যাকটেরিয়া। অর্থাৎ দুর্গাপুরের পানীয় জল দুষিত, এমনটাই দাবি করছে কেন্দ্রীয় সংস্থা সিএমইআরআই। তাঁরা দুর্গাপুর নগর নিগমের এই পানীয় জলের নমুনা তাদের ল্যাবরটরিতে পরীক্ষা করে দেখেছেন যে এই জলে ব্যাকটেরিয়া রয়েছে যা পান করলে মানুষের পেটে ব্যাথা, ডায়েরিইয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমকে তাঁরা চিঠি দিয়ে জানিয়েছেন বলেও জানান ওই সংস্থার প্রশাসনিক আধিকারিক জয়শংকর শরন।
অপরদিকে, দুর্গাপুর নগর নিগমের জলদপ্তরের মেয়র পারিষদ পবিত্র চ্যাটার্জী বলেন যে, সিএমইআরআই আগে দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে বেশী দামে জল নিতো। পরে আমাদের থেকে কম দামে জল নিচ্ছে। আমরা সারা দুর্গাপুরে সাড়ে সাত লক্ষ মানুষকে পানীয় জল সরবরাহ করছি। এখনও পর্যন্ত্য জল দুষিত বা পান করার যোগ্য নয়, এই অভিযোগ কেউ করেননি। তবে ওনারা বলার পর আমরা ওনাদের প্রতিনিধিকে সাথে নিয়ে বিষয়টি পরীক্ষা করে দেখছি। তবে আমরা সাথে ওইনাদের এও বলেছি যে যদি আপনাদের দুর্গাপুর নগর নিগমের জলে কোনো সমস্যা থাকে তাহলে পুনরায় দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে জল নিতে পারেন। কিন্তু ওনারা তাতে রাজী হননি।